বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাবদপুর ইউনিয়নের জলুলী সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন। আহত ফারুক হোসেনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মিরাজ আলী মণ্ডলের ছেলে আমিনুর রহমান (৩৫) ও জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে ফয়েজ আহমেদ (৪২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশপুরের তিন ব্যবসায়ী মঙ্গলবার সকালে ভারত থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার পথে গতকাল ভোর ৬টার দিকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের জিতপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। এতে আমিনুর রহমান ও ফয়েজ আহমেদ নামে দুই গরু ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান ও ফারুক হোসেন আহত হন। বিজিবির যশোর ২৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির পক্ষ থেকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর