বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

রাইস কুকারে দুই কেজি সোনা

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাইস কুকারে লুকানো অবস্থায় দুই কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কুমিল্লার বাসিন্দা ওই যাত্রীর নাম মিন্টু (৩৮)। গতকাল সকাল সাড়ে ৮টায় বিমান-বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মিন্টু। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হলে সঙ্গে থাকা রাইস কুকারের মধ্যে ভাঙা ও গলানো অবস্থায় ২ কেজি সোনা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

সর্বশেষ খবর