বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:০০ টা
মেলা

সোয়া দুই মণ ওজনের বাঘাইড়

সোয়া দুই মণ ওজনের বাঘাইড়

বগুড়ার গাবতলী উপজেলার দেড়শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় একটি বাঘাইড় মাছের ওজন ছিল প্রায় সোয়া দুই মণ। ৯০ কেজি ওজনের মাছের দাম হাঁকা হয় ৯০ হাজার টাকা। ক্রেতারা দাম করেন ৭০ হাজার পর্যন্ত। বাঘাইড় ছাড়াও দেশি পাঙ্গাশের ওজন ছিল ৪৫ কেজি, বোয়ালে ২০ আর কাতলের ৩০ কেজি। একটি মিষ্টির ওজন ছিল ৫ কেজি। মিষ্টির নাম হাসিখুশি। হরতাল-অবরোধ উপেক্ষা করে গতকাল মাছ দিয়ে জামাইবরণ হয়। আজ অনুষ্ঠিত হবে বউমেলা। এর মধ্য দিয়ে শেষ হবে গাবতলীর ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এবারে সবচেয়ে বড় ৯০ কেজি ওজনের বাঘাইড় মাছটি এনেছেন আবদুর রহীম। তিনি যমুনা নদীতে এটি ধরেছেন। বিকালে মাছটি কেটে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেন। দেশীয় ৪৫ কেজি ওজনের পাঙ্গাশ ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
৩০ কেজি ওজনের কাতল মাছ বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায়।

সর্বশেষ খবর