বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা
দুই দলের সন্ত্রাস প্রতিরোধ কমিটি

কাজ শুরু করেছে বিএনপি থাকবে জামায়াতও

কাজ শুরু করেছে বিএনপি থাকবে জামায়াতও

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত দেশব্যাপী পাড়া-মহল্লায় ‘সংগ্রাম কমিটি’ গঠনের প্রক্রিয়া শুরু করেছে ২০-দলীয় জোট। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। সঙ্গে আছে জামায়াতে ইসলামীসহ জোটের অন্য শরিক দলগুলো। দেশব্যাপী সংগ্রাম ও প্রতিরোধ কমিটি গঠনের কাজ সমন্বয় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সরকারের ধরপাকড়ের মুখে আড়ালে আবডালে থেকেই চলছে কমিটি গঠনের কাজ। গ্রেফতার এড়াতে মিডিয়াকেও এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নেতারা। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চললেও রাজধানী ঢাকায় পিছিয়ে আছেন বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোট নেতারা। ঢাকা মহানগরীতে এখনো সেরকম কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিক তৎপরতার কারণেই রাজধানীতে এখনো এই সংগ্রাম কমিটি গঠন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মহানগর বিএনপির নেতারা। তবে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটির একজন সদস্য আগামী সপ্তাহ থেকেই এই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সঙ্গত কারণেই ঢাকায় প্রতিরোধ কমিটি গঠনে একটু ধীরগতি চলছে। সে তুলনায় মাত্র তিনদিনের মধ্যেই জেলা-উপজেলা পর্যায়ে অনেক অগ্রগতি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সারাদেশেই কমিটি গঠনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন তারা। জেলা, উপজেলা ও থানা পর্যায়ের কমিটি গঠনের কাজ শেষ হতে না হতেই শুরু হবে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে কমিটি গঠনের কাজ। তবে এই সংগ্রাম কমিটি গঠনের পর গঠিত কমিটি কিংবা কমিটিভুক্ত নেতাদের নামের তালিকা কোনোক্রমেই গণমাধ্যমে প্রচার করা হবেনা বলে জানা যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুলশান কার্যালয় থেকে এই সংগ্রাম কমিটি গঠনের বিষয়টি সমন্বয় করছেন বলে জানা যায়। তিনিই গত এক সপ্তাহ ধরে দেশের প্রতিটি জেলা ও মহানগরীসহ উপজেলা পর্যায়ে এই প্রতিরোধ কমিটি গঠন ছাড়াও খালেদা জিয়ার পক্ষ থেকে দল ও জোটের নেতাকর্মীদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছেন। 

সর্বশেষ খবর