শুক্রবার, ৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা
দুই সিটি করপোরেশন নির্বাচন

প্রস্তুত হচ্ছে ভোটকেন্দ্র ও কর্মকর্তাদের তালিকা

প্রস্তুত হচ্ছে ভোটকেন্দ্র ও কর্মকর্তাদের তালিকা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্র প্রস্তুত করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এ জন্য ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসকে নির্দেশনাও দিয়েছে ইসি সচিবালয়। একই সঙ্গে নির্বাচন কর্মকর্তার প্যানেল প্রস্তুতির কাজও চলছে বলে জানা গেছে। আগামী ১৬ মার্চের মধ্যেই এসব প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা। তবে ৯ মার্চ ইসির আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
ইসি সূত্র জানিয়েছে, গতকাল বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থায় লোকবল চেয়ে চিঠি দিয়েছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া হালনাগাদ ভোটার তালিকা ও সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতির কাজেও হাত দিয়েছে নির্বাচন কর্মকর্তারা। এক্ষেত্রে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র ছাড়াও রাজধানীতে চার লাখ নতুন ভোটার বৃদ্ধি পাওয়ায় নতুন ভোটকেন্দ্রও স্থাপন করা হবে। ঢাকা সিটি করপোরেশনের দুই ভাগে ৫৫ হাজার প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পাঁচ হাজার কর্মকর্তাও এ জন্য প্রস্তুত রাখা হবে। কোনো কারণে কর্মকর্তার পরিবর্তন হলে অতিরিক্ত পাঁচ হাজার থেকেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। মধ্য জুনের মধ্যে রমজানের আগে এইচএসসি পরীক্ষার ফাঁকে দুই সিটি করপোরেশনে ভোট করার পরিকল্পনার কথা ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন। ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার জানান, ঢাকার দুই সিটিতে ৪৩ লাখ ভোটারের বিপরীতে এবার ২ হাজারের বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ১০ শতাংশ অতিরিক্ত নিয়ে প্রায় ৬০ হাজার কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখা হবে। এদিকে বুধবার ইসির উপ-সচিব সামশুল আলম ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠান। ইতিমধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত ও সরেজমিন পরিদর্শন করে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসির এ উপ-সচিব। ঢাকা উত্তরে ২৩ লাখ ৯৮ হাজার ৪৩২ ভোটার ও দক্ষিণে ১৮ লাখ ৯০ হজার ৯৫৯ জন ভোটার রয়েছে। ৪২ লাখ ৮৯ হাজার ৩৮৩ ভোটারের বিপরীতে এবার অন্তত ২ হাজার ১০০-এর মতো ভোটকেন্দ্রের প্রয়োজন হবে বলে জানান ইসির এ উপ-সচিব। ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার জানান, হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুতের কাজ চলছে। ভোটকেন্দ্রগুলো সরেজরিমন পরিদর্শনের কাজও চলছে। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের নির্দেশনা পেয়েছি। সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় তাদের লোকবলের তালিকা চেয়ে চিঠি দিয়েছি। তিনি বলেন, প্রায় ৫৫ হাজার ভোটকক্ষের জন্য সমপরিমাণ ভোটগ্রহণ কর্মকর্তার দরকার পড়বে। প্যানেলে আমরা অন্তত ৬০ হাজারের মতো ভোটগ্রহণ কর্মকর্তা রাখব। ১৬ মার্চের মধ্যে প্যানেল প্রস্তুতের কাজ শেষ করা হবে। যথাসময়ে ভোটকেন্দ্রও চূড়ান্ত করা সম্ভব হবে। যাতে ভোটের নির্দেশনা এলে কোনো অসুবিধা না হয়। ২০১২ সালে ডিসিসিতে মোট ভোটার ৩৮ লাখ ৫২ হাজার ৯২৬ জন। দুই ভাগে ৯২টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১২টি, দক্ষিণে ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে।

সর্বশেষ খবর