রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
সিটি করপোরেশন নির্বাচন

প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না

আফরোজা আব্বাস

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেছেন, সিটি নির্বাচন নির্দলীয় হলেও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। আমাদের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে বাধা সৃষ্টি করা হচ্ছে। মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হতে দেওয়া হচ্ছে না। ভোটারদের আস্থা তৈরি করতে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। এর দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। গতকাল সকাল সাড়ে ৯টায় মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। দিনভর তিনি রামকৃষ্ণ মিশন, গোপীবাগ, অভয়দাস লেন, হাটখোলা, গোলাপবাগসহ বেশকিছু এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান। সবার হাতে লিফলেট দিয়ে মির্জা আব্বাসের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর লুনা, জাহাঙ্গীর আলম মিন্টু, নাহিদ নজরুল, মেহেদী হাসান লিটু, আনিসুর রহমান টিপু, আকতার হোসেন রিপন, কায়সার আপেল প্রমুখ। আফরোজা আব্বাস বলেন, আমাদের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমের ওপর যেভাবে খবরদারি চলছে, চাপ ও হুমকি চলছে- তাতে শুধু হয়রানিই নয়, সাধারণ সমর্থক ও ভোটাররাও হতাশ হচ্ছেন। এটা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ইঙ্গিত নয়।

সর্বশেষ খবর