রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গাজীপুরে গৃহবধূ খুন স্বামী ও মেয়ে আহত

গাজীপুরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে এক গৃহবধূকে খুন করেছে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে নিহতের স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম খোরশেদা বেগম (৪৮)। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- নিহতের স্বামী আনোয়ার হোসেন (৬০) ও তাদের মেয়ে আকলিমা আক্তার (২৮)।
জয়দেবপুর থানার এসআই সুজায়েত হোসেন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে খাবার খেয়ে গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামের আনোয়ার হোসেন, তার স্ত্রী খোরশেদা বেগম এবং মেয়ে আকলিমা আক্তার একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাটির তৈরি ওই ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে বাইর থেকে ঘরের দরজা তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। গতকাল সকালে তালাবদ্ধ ঘরের ভিতর থেকে গোঙ্গানির শব্দ পেয়ে বাড়ির লোকজন ওই ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভিতরে খোরশেদা বেগমকে মৃত অবস্থায় এবং গুরুতর আহত আনোয়ার হোসেন ও আকলিমা আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পায়। স্বজনরা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়। এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

সর্বশেষ খবর