শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রলীগ-শিবির গোলাগুলি আহত ১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ফাঁকা গুলিবিনিময়ও হয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির নিয়ন্ত্রিত এফ রহমান ও আলাওল হল দখল করে নেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের খেলার মাঠে ক্রিকেট খেলতে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় আলাওল হলের একটি কক্ষে গিয়ে মিজানুর রহমান নামের শিবির কর্মীর কাছে লেখার জন্য কাগজ চায় ছাত্রলীগের কর্মীরা। কিন্তু কাগজ দিতে না চাওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর পাথর নিক্ষেপ করে। খবর পেয়ে শাহ্ জালাল হল ও শাহ আমানত হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে আসে। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষ ফাঁকা গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা দুই হলের ভিতর ঢুকে। এ সময় শিবির হল ছেড়ে পালিয়ে যায়। হলে ঢুকে ছাত্রলীগ কর্মীরা প্রায় ২০০টি কক্ষে ভাঙচুর, এফ রহমান হলের শিক্ষক কক্ষ, অফিস, প্রভোস্ট কার্যালয় ভাঙচুর করে। তা ছাড়া এফ রহমান হলের রেজিস্টার খাতা, শিক্ষার্থীদের অন্তত ৩০-৩৫ ল্যাপটপ, ২০টি মোবাইল, ক্যামরা নিয়ে যায় ভাঙচুরকারীরা। আলাওল হলের প্রভোস্ট শেখ জহির আহমদ জানান, ওই ঘটনায় আজ (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠকে বসবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া দুই হলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছে। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ খবর