শনিবার, ২৩ মে, ২০১৫ ০০:০০ টা

ব্রাজিলে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ব্রাজিলে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে গুলি করে সোলায়মান পাটোয়ারী দুলাল (৪৫) নামে বাংলাদেশিকে হত্যা করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। দুলাল নোয়াখালীর চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামের সৈয়দ আহমেদ মেম্বারের ছেলে। তিনি চাটখিল উপজেলা জাসাসের সাবেক সভাপতি। নিহতের পরিবারের বরাত দিয়ে তার চাচাতো ভাই হাসনাতুজ্জামান চৌধুরী জানান, 'পরিবারে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে দুলাল সবার বড়। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে জীবিকার তাগিদে ২০১২ সালে তিনি ব্রাজিল পাড়ি জমান। ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। ব্যবসাও ভালো চলছিল। প্রায় প্রতিদিনই পরিবারের লোকজনসহ আমার সঙ্গে তার মোবাইল ফোনে কথা হতো। সর্বশেষ বুধবার ভোরেও দুলাল আমার ও তার পরিবারের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন। দুলালের মাথা ও গলা গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তার মৃত্যু হয়।' তিনি আরও জানান, এর আগেও চাঁদার দাবিতে তিনবার ছিনতাইকারীরা দুলালের ওপর হামলা চালিয়েছিল। এদিকে, বৃহস্পতিবার রাতে দুলালের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বামীর শোকে বার বার অজ্ঞান হচ্ছিলেন সালমা। বাবাকে হারিয়ে শোকে কাতর অনার্স পড়ুয়া একমাত্র মেয়ে আয়েশা সুলতানা পিংকি। পরিবারের লোকজন দুলালের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

 

সর্বশেষ খবর