মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫ ০০:০০ টা
গ্যাটকো দুর্নীতি মামলা

হাইকোর্টে খালেদার আবেদনের শুনানি মুলতবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলায় করা আবেদনের ওপরে হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। শুনানি আজ পর্যন্ত মুুলতবি করা হয়েছে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল, রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো মামলা করে দুদক। মামলায় চট্টগ্রাম ও কমলাপুরের কনটেইনার টার্মিনালে কনটেইনার  হ্যান্ডলিংয়ের জন্য মেসার্স  গ্লোবাল অ্যাগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

সর্বশেষ খবর