শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫ ০০:০০ টা
ব্লগার অনন্ত হত্যা

রিমান্ড শেষে ইদ্রিস জেলহাজতে

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড শেষে দুপুরে ইদ্রিস আলীকে সিলেট মহানগর হাকিম ২য় আদালতে হাজির করা হলে বিচারক ফারহানা হক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে ইদ্রিস আলীর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার দেওয়া তথ্যগুলোর সত্যতা যাচাইয়ে তদন্তে নেমেছে সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি দল।

সিলেট মহানগর জজ কোর্টের জি.আর বিজয় রায় জানান, ৭ দিনের রিমান্ড শেষে ইদ্রিস আলীকে মহানগর হাকিম ২য় আদালতে তুলেন তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আরমান আলী। তিনি আদালতে লিখিত বক্তব্যে বলেন, ৭ দিনের রিমান্ডে ইদ্রিস গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি টিম সিলেটে তদন্ত করছে। তদন্তের স্বার্থে ইদ্রিসকে জেলহাজতে রাখা দরকার। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও রিমান্ডে নেওয়ার প্রয়োজন পড়তে পারে বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে ইদ্রিস আলীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের চৌকস কর্মকর্তাদের একটি দল। জিজ্ঞাসাবাদে ইদ্রিস আলীর কাছ থেকে তারা বেশ কিছু তথ্য উদঘাটন করেন। এই তথ্যের সূত্র ধরে সিআইডির একটি তদন্ত দল সিলেটে কাজ শুরু করেছে। প্রসঙ্গত, গত ১২ মে নগরীর সুবিদবাজারের নূরানীদিঘীর (দস্তিদার দিঘী) পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে খুন করে ব্লগার অনন্ত বিজয় দাসকে। এ ঘটনায় গত ৭ জুন রাতে দৈনিক সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করে সিআইডির একটি দল। পরদিন আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ খবর