শনিবার, ৪ জুলাই, ২০১৫ ০০:০০ টা

প্রতিকূলতার মধ্যেও থেমে নেই জামায়াত

প্রতিকূলতার মধ্যেও থেমে নেই জামায়াত

শত প্রতিকূলতার মধ্যেও খুলনা মহানগর ও জেলা জামায়াতের সাংগঠনিক তৎপরতা থেমে নেই। দলটির স্থানীয় নেতারা নীরবে তৃণমূল থেকে প্রতিটি ধাপে ঘরোয়া বৈঠকের মাধ্যমে দলের নেতা-কর্মীদের সক্রিয় রাখছেন। একই সঙ্গে দলে নতুন নতুন কর্মী যুক্ত করতেও সক্ষম হচ্ছেন। বিশেষ করে দলটির সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আগের মতোই। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত-শিবিরের একাধিক নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জামায়াত ও শিবির পোড় খাওয়া দল ও সংগঠন। দীর্ঘদিন থেকেই দলের নেতা-কর্মীরা হামলা, মামলা ও খুনের শিকার হয়েছেন। কিন্তু দলের পরিধি বা কার্যক্রম একটুও কমেনি। বরং বেড়েছে। প্রতিকূল অবস্থায় দলকে এগিয়ে নেওয়ার দক্ষতা জামায়াত-শিবির নেতাদের আছে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বর্তমানে ক্রান্তিকাল পার করছেন। বিশেষ করে পুলিশের আক্রমণাত্মক অবস্থানে কোণঠাসা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা প্রকাশ্যে মাঠে নামতেই পারছেন না। এর মধ্যেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল-মিটিং অব্যাহত রেখেছেন তারা। বর্তমানে দলটির ভাবাদর্শের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ইফতার মাহফিলের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছেন। জাতীয় পার্টি : বর্তমান সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কমিটির কার্যক্রম চলে অফিসকেন্দ্রিক। তাও মাঝে-মধ্যে, প্রয়োজনে। রাজপথের কোনো কর্মসূচিই নেই দলটির। এমনকি স্থানীয় নানা ইস্যুতেও তাদের সরব উপস্থিতি নেই। স্থানীয় সরকারি দলের নেতাদের সঙ্গেও দলটির নেতাদের দূরত্বের সৃষ্টি হয়েছে। এর সত্যতা স্বীকার করে জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলাম মধু বলেন, গত বছর ৫ জানুয়ারির নির্বাচনে বর্তমান সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় পার্টির বড় ভূমিকা ছিল। কিন্তু খুলনায় আওয়ামী লীগ নেতারা তা স্বীকার করতে চান না। জাপা নেতা-কর্মীদেরও কোনো মূল্যায়ন হয় না।
বাম দল : খুলনার বাম দলগুলোর মধ্যে সিপিবি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ নিজেদের অবস্থান জানান দিতে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি মাঝে-মধ্যে স্থানীয় নানা ইস্যুতে মিছিল-মিটিং করছে। এ ছাড়া সাম্যবাদী দল, ন্যাপ ও গণতন্ত্রী পার্টির সাংগঠনিক তৎপরতা একেবারে নেই বললেই চলে। আর সিপিবিতে রয়েছে নেতৃত্বের সংকট। প্রবীণ রাজনীতিবিদ কমরেড রতন সেন, শেখ মনিরুজ্জামান, অ্যাডভোকেট ফিরোজ আহমেদের মতো প্রতিভাবান নেতৃত্বের শূন্যতা এখনো কাটিয়ে উঠতে পারেনি দলটি।

সর্বশেষ খবর