সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ভেজালবিরোধী অভিযান

প্রিন্স বাজার কুপার্স ও জি মার্টকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে মিরপুরের প্রিন্স বাজার, কুপার্স প্রেস্টি শপ ও জি মার্ট সুপার শপকে জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। তিনি  জানান, মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পণ্য রাখা এবং বিএসটিআইয়ের অনুমোদনহীন খেজুর বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারা অনুযায়ী প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মিরপুর-২ নম্বরে অবস্থিত জি মার্ট সুপার মার্কেট কর্তৃপক্ষকে বিএসটিআইয়ের অনুমোদনহীন দই বিক্রির দায়ে একই অঙ্কের জরিমানা করা হয়। এছাড়া কুপার্স প্রেস্টি শপকে অনুমোদনহীন টমেটো সস রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বশেষ খবর