বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ফুফাতো ভাইকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি

ফুফাতো ভাইকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি

রাজধানীর রমনা এলাকা থেকে তারেক নামে এক অপহৃত তরুণকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বেলা ১১টার দিকে মীরবাগের একটি গ্যারেজে অভিযান চালিয়ে তারেককে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তারেকের মামাতো ভাই মাসুদ রানা ও তার সহযোগী ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। তারা তারেকের পরিবারের কাছে ১০ লাখ চাঁদা দাবি করেছিল। এ বিষয়ে জানাতে গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডিবি পুলিশ জানায়, তারেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। সেখানে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করেন। তাকে ফ্রান্সে পাঠানোর জন্য তার বাবা কিছু দিন আগে ১০ লাখ টাকা জোগাড় করেছেন। এ কথা তারেকের মামাতো ভাই মাসুদ রানা জেনে যান। এ টাকা হাতিয়ে নেওয়ার জন্য রানা তার সহযোগীদের নিয়ে তারেককে অপহরণ করেন। ডিবির এসি (দক্ষিণ) রুহুল আমিন সাগর জানান, ফ্রান্সে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ২৫ জুলাই রাতে ঢাকার রামপুরায় আসেন তারেক। যোগাযোগ হয় মামাতো ভাই মাসুদ রানার সঙ্গে। কথা আছে বলে এক ব্যক্তি ফোন করে তারেককে হাতিরঝিলে আসতে বলেন। সে অনুযায়ী তারেক ২৬ জুলাই সন্ধ্যায় হাতিরঝিলে যান। সেখানে ওই ব্যক্তি এবং তার সহযোগী আল আমিন, সেলিম, হাতকাটা রাবি্ব, ক্যানন, মিশু ও কামরুল ইসলাম তাকে কৌশলে অপহরণ করেন। তাকে মীরবাগের একটি গ্যারেজে আটকে রাখা হয়। সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে মাসুদ রানা তারেকের বাবা জীবন মিয়াকে ফোন করে বলেন, ১০ লাখ টাকা দিলে তারেককে ফিরিয়ে আনা যাবে। এরপর জীবন মিয়া ডিবিতে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে মীরবাগের ওই গ্যারেজে অভিযান চালিয়ে মাসুদ রানা ও ফিরোজকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চলছে।

 

সর্বশেষ খবর