বুধবার, ৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

এক মাসে ৮৩ নারী ধর্ষিত!

এক মাসে ৮৩ নারী ধর্ষিত!

জুলাই মাসে ৩৬৮ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি। গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছেন ১০ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন একজন। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত মাসে ৬২ নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন নারী। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৯ জনকে। এসিড দগ্ধ হয়েছেন চারজন। অপহরণের ঘটনা ঘটেছে ছয়টি। নারী ও শিশু পাচার হয়েছে চারজন। এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে দুজনকে। নির্যাতনের শিকার হয়েছেন চারজন গৃহপরিচারিকা। এর মধ্যে হত্যা করা হয়েছে দুজনকে। ওই সময়ের মধ্যে উত্ত্যক্ত করা হয়েছে ২৪ জনকে। এর মধ্যে আত্মহত্যা করেছেন একজন। ফতোয়ার শিকার হয়েছেন সাতজন। বিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন আত্মহত্যা করেছেন এবং নয়জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিয়ের শিকার হয়েছে তিনজন। পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুজন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩০ জনকে।

 

সর্বশেষ খবর