সোমবার, ১৭ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

চাঁদা না পেয়ে শিশুদের পেটাল যুবলীগ

চাঁদা না পেয়ে শিশুদের পেটাল যুবলীগ

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুরের কচুয়ায় শোক দিবস উপলক্ষে দাবিকৃত চাঁদা না পেয়ে একটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নামে ওই দুর্বৃত্তরা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। তবে যুবলীগের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। গতকাল দুপুরে কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দে অভিযোগ করে বলেন, ‘শুক্রবার মনির, ফারুক ও লিটনসহ যুবলীগ নামধারী স্থানীয় কয়েক যুবক জাতীয় শোক দিবস পালনের জন্য স্কুলে এসে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সন্ধ্যায় আবারও তারা চাঁদা চাইতে আসে। একপর্যায়ে তারা আমাকে ও হল সুপার ফজলুর রহমানসহ আরও দুই শিক্ষককে লাঞ্ছিত ও মারধর করে।’ ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের হল সুপার ফজলুর রহমান বলেন, ‘শিক্ষকদের লাঞ্ছনা ও মারধরের ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। খবর পেয়ে কর্মসূচিতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, কিছু সন্ত্রাসী স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা আহত হয়েছেন। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বিজয় কৃষ্ণ সাহা জানিয়েছেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে সুজন নামে এক শিক্ষার্থী বাম পায়ে গুরুতর জখম হয়েছে। এদিকে এ ঘটনায় যুবলীগ নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির কচুয়া উপজেলা কমিটির আহ্বায়ক নাজমুল আলম স্বপন। তিনি বলেন, যারা হামলা চালিয়েছে তারা যুবলীগের কেউ নয়। শিক্ষার্থীদের ওপর এমন হামলা খুবই দুঃখজনক। এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

সর্বশেষ খবর