সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার, ভিতরে ফেনসিডিল

যশোর-মাগুরা সড়কের খাজুরায় ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফিরোজ আলম নামে একজনকে আটক করা হয়। ফিরোজ আলম লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারের নূরু মিয়ার ছেলে। তবে গাড়িটি আসলেই কোনো সংসদ সদস্যের কিনা সে ব্যাপারে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গতকাল বিকালে বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ফাঁড়ির একটি টিম যশোর-মাগুরা সড়কে নিয়মিত তল্লাশির সময় সাদা রঙের একটি এলিয়েন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৯০৫২) আটক করে। গাড়ির সামনের গ্লাসে ‘বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য’ লেখা স্টিকার লাগানো ছিল। গাড়িটি তল্লাশি করে ড্যাসবোর্ড পেছনের ছিটের নিচ থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসআই মাসুদ আরও জানান, গাড়ির ভিতর থেকে ‘বাংলাদেশ পুলিশ ডিএমপি ঢাকা’ লেখা আরও একটি লেমেনেটিং করা কাগজ উদ্ধার করা হয়েছে। গাড়িটি আসলেই কোনো সংসদ সদস্যের কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদকালে ফিরোজ আলম পুলিশকে জানিয়েছেন, গাড়িটি তিনি মাঝে মাঝে ব্যবহার করেন। এসআই মাসুদ বলেন, গাড়িটিতে ফিরোজ আলম একাই ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

সর্বশেষ খবর