সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

বাহারি লেজের পাখি ‘ঝোলা গোদা ঠোঁটি’

বাহারি লেজের পাখি ‘ঝোলা গোদা ঠোঁটি’

আগের দফায় ‘রুপালি বুক গোদা ঠোঁটি’ পাখির কথা তুলে ধরা হয়েছিল। এবার তুলে ধরা হচ্ছে একই প্রজাতির পাখি ‘ঝোলা গোদা ঠোঁটি’র বিষয়। দেখে মনে হয় এ পাখির মাথায় কালো-সাদা টুপি, গায়ে সবুজ চাদর জড়ানো। ভোলাভালা চেহারার শান্ত এই প্রজাতির পাখি ‘ঝোলা গোদা ঠোঁটি’র বিষয়। দেখে মনে হয় এ পাখির মাথায় কালো-সাদা টুপি, গায়ে সবুজ চাদর জড়ানো। ভোলাভালা চেহারার শান্ত এই প্রজাতির পাখি দেখতে ভীষণ সুন্দর। চোখ ধাঁধানো রূপ। বারবার দেখতে ইচ্ছে করে। বিশ্বে মোট ১৪ প্রজাতির গোদা ঠোঁটি পরিবারের বসবাস রয়েছে। তার মধ্যে বাংলাদেশে দেখা মেলে দুই প্রজাতির। বাংলাদেশ ছাড়াও এদের বৈশ্বিক বিস্তৃৃতি উত্তর-পূর্ব ভারত, হিমালয়ের কিছু এলাকা, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এ পাখির বাংলা নাম, ‘লেজ ঝোলা গোদা ঠোঁটি’। ইংরেজি নাম, ‘লং টেইল্ড ব্রডবিল’ (Long-tailed Broadbill)। বৈজ্ঞানিক নাম, Psarisomus dalhousiae।

 

সর্বশেষ খবর