সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দুই আবেদন খারিজ

বিচারিক আদালত থেকে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার নথি  তলব এবং ২০০৮ সালে দুদকের দেওয়া অব্যাহতিপত্র তলব চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. নুরুজ্জামান এবং বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ১৮ আগস্ট খালেদার আইনজীবীরা আবেদন দুটি করেন। ১৯ আগস্ট শুনানি শেষে আদেশের দিন ধার্য করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এই আদালতেই একই মামলা বাতিলের বিষয়ে এর আগে জারি করা রুলের ওপর শুনানি চলছে। চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এ মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি করেছেন। এ অভিযোগ এনে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্র“য়ারি খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরে এ মামলা দায়ের ও অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

সর্বশেষ খবর