শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
আজ বিজিএমইএর সংবাদ সম্মেলন

বিদেশি ক্রেতারা এখনো শঙ্কায়

নিজস্ব প্রতিবেদক

ইতালির নাগরিক সিজার তাভেলা ও জাপানি নাগরিক  হোশি কোনিও খুনের ঘটনায় এখনো শঙ্কায় রয়েছেন বাংলাদেশি রপ্তানি পণ্যের বিদেশি ক্রেতারা। বিদেশিদের নিরাপত্তায় সরকারের ব্যাপক উদ্যোগ ও আশ্বাসে তারা আস্থা রাখতে পারছেন না।

সংশ্লিষ্ট সূত্রমতে, নিরাপত্তার কারণে তৈরি পোশাকসহ রপ্তানি খাতের বিভিন্ন পণ্যের বিদেশি ক্রেতারা একের পর এক বাংলাদেশ সফর বাতিল করেছেন। সর্বশেষ পোশাক পণ্যের বিশ্বখ্যাত ক্রেতা প্রতিষ্ঠান এইচএন্ডএম ও গ্যাপ চলতি মাসে তাদের ঢাকা সফর বাতিল করেছে। রপ্তানি বাণিজ্যের এমন প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন ডেকেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এ প্রসঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পোশাকশিল্প খাতের সার্বিক পরিস্থিতি ও করণীয় বিষয়াবলি নিয়ে এ সংবাদ সম্মেলন। দুই বিদেশি খুনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, আমাদের সরকার খুনিদের ধরে আইনের আওতায় আনবে। বিষয়টি নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তবে আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের মাথায় রাখতে হবে সন্ত্রাসীরা সারা বিশ্বেই আছে। বিদেশি ক্রেতাদের সফর বাতিলে উদ্বেগ প্রকাশ করে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ বলেন, মোটামুটি সব ক্রেতা প্রতিষ্ঠানই তাদের ঢাকা সফর বাতিল করছে। তারা বাংলাদেশে আসছে না, কিন্তু ক্রয়াদেশ বা অর্ডার দিচ্ছে। তবে দুই বিদেশি খুনের ঘটনা তদন্ত ঢিলে হলে পরবর্তীতে অর্ডার পাওয়া নিয়ে সমস্যা হবে। তাই সরকারকে দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা খুঁজে বের করতে হবে। তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করাতে হবে যে, বাংলাদেশ বিদেশিদের জন্য নিরাপদ ভ‚মি। এদিকে বাংলাদেশে ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দাবি করে বার্তা সংস্থা রয়টার্স গত বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলেছে, ইসলামিক স্টেটের দাবি করা হামলাগুলো বাংলাদেশের পোশাক খাতে চাপ বাড়িয়েছে। বিদেশি সম্প্রদায়ের মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়েছে। এইচএন্ডএমের মুখমাত্র অ্যানা এরিকসন জানিয়েছেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। একই সঙ্গে আমরা যথাযথ নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করছি। এ পরিস্থিতি নিয়ে তারা অন্য ব্র্যান্ডগুলোর সঙ্গেও আলোচনা করছেন। তবে মার্কস অ্যান্ড স্পেনসার একজন মুখপাত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে তাদের প্রতিষ্ঠান সাত দিনের জন্য বাংলাদেশ সফর বন্ধ করলেও আবার তারা সফর শুরু করেছেন। তবে সফর পরিকল্পনায় পরিবর্তন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে গ্যাপ। টেসকো জানিয়েছে, তারা বাংলাদেশে সফর বন্ধ করেনি। ইউনিকলো ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান জাপানের ফাস্ট রিটেইলিং জানিয়েছে, এ মাসে তারা জাপানি কর্মীদের বাংলাদেশ সফর স্থগিত করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর