শিরোনাম
শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বান্দরবানে সেনা অভিযান, অস্ত্র গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের রুমার দুর্গম অঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হয়েছে। এ অভিযানে অপহত দুই পর্যটক ও তাদের দুই গাইড উদ্ধার না হলেও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে রুমা সেনা জোনের নেতৃত্বে পরিচালিত ‘যৌথ অভিযানে’ গোলাগুলিও হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না সে  বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকারী দলটি ১৫ অক্টোবর ভোরে রুমা জোনের অন্তর্গত অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত সন্ত্রাসীদের গোপন আস্তানায় হানা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে তাদের আস্তানা থেকে বিভিন্ন অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে একটি রাইফেল, রাইফেলের সাতটি ম্যাগজিন, ২২২ রাউন্ড গুলি, দুটি গ্রেনেড, একটি ওয়াকি টকি সেট, দুটি ছোরা, এক সেট কমব্যাট পোশাক ও একটি এলএমজি ম্যাগজিন পাউচ। এর আগে বান্দরবানে অপহত দুই পর্যটক ও তাদের সঙ্গে থাকা দুই গাইডের খোঁজে বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে জানিয়েছিলেন বান্দরবান বিজিবি ক্যাম্পের কমান্ডার কর্নেল ওয়ালি। অপহতরা হলেন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন মুন্না, ছাত্র আবদুল্লাহ জুবায়ের, স্থানীয় গাইড মানছাই ম্রো ও লাল রিং ছাং বম। গত ৩ অক্টোবর বিকালে বান্দরবানের বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের নতুন পুকুর এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর