শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
ঢাবির প্রবেশপত্রে জালিয়াতি

একজনকে সাজা চারজন আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্বাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল ভর্তি পরীক্ষার পর দুজনকে এবং বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি চারজন পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা যায়, একই রোল নম্বর (৭০৬৬৭৪) দিয়ে সঞ্জয়কুমার ও মেহেদী হাসান নামের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে তাদের দুজনকে ওই কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যান। যাচাই-বাছাই শেষে জানা যায়, এ রোল নম্বরের প্রকৃত আবেদনকারী মেহেদী হাসান। সঞ্জয়কুমার জালিয়াতির মাধ্যমে এ রোল নম্বর ব্যবহার করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জালিয়াতির কারণে সঞ্জয়কুমারকে এক বছরের কারাদণ্ড দেন। আর মেহেদী হাসানকে পুলিশে দেওয়া হয়। এদিকে ভর্তি পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের তিন সদস্যকে ডিবি পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির যন্ত্র উদ্ধার করা হয়। আটক তিনজনের মধ্যে ঢাবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজয় রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি। গতকাল ৫৬টি কেন্দ্রে একযোগ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ১৭০ আসনের বিপরীতে ৪৩ হাজার ২৪২ জন ভর্তিচ্ছু অংশ নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর