শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বাম মোর্চার ঢাকা-সুন্দরবন রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প অনতিবিলম্বে বন্ধের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতান্ত্রিক বামমোর্চার নেতা-কর্মীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মোর্চার       নেতা-কর্মীরা এই রোডমার্চে অংশ নেন। আগামীকাল বাগেরহাটে এ রোডমার্চ শেষ হবে। রোডমার্চ কর্মসূচি উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহŸায়ক প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী মু. ইনামুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সব মতামতকে উপেক্ষা করে সরকার রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যে সর্বনাশা তৎপরতায় যুক্ত তা সুন্দরবনসহ দেশের দক্ষিণাঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। প্রধানমন্ত্রী একদিকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ গ্রহণ করছেন আর অন্যদিকে সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প অব্যাহত রেখেছেন। এখন তার উচিত হবে এই পুরস্কারের মর্যাদা রক্ষায় অনতিবিলম্বে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের যাবতীয় তৎপরতা স্থগিত ঘোষণা করা। তা না হলে ভবিষ্যতে এই পুরস্কার তার ও তার সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে। তারা বলেন, এমনিতেই সিডর, আইলা, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনসহ গোটা দক্ষিণাঞ্চল মারাÍকভাবে বিপন্ন। এখন এই বিদ্যুৎ প্রকল্প নির্মিত হলে তা দেশ ও জনগণের জন্য গুরুতর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও বর্জ্য সমগ্র পরিবেশকে বিপর্যস্ত করবে। রোডমার্চ সফল করতে বক্তারা জনগণের প্রতি আহন জানান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর