মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মেডিকেল প্রশ্ন ফাঁসে গণতদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে ১৭ সদস্যবিশিষ্ট গণতদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদকে আহ্বায়ক করে এ গণতদন্ত কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, ২৩ অক্টোবরের মধ্যে কমিটি বিস্তারিত কার্যক্রম পরিচালনার দিক নির্ধারণ করা হবে। ৩০ অক্টোবর টিএসসিতে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০ নভেম্বরের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জনসমক্ষে পেশ করা হবে। কমিটির অন্য সদস্যরা হলেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক আবু সাঈদ খান, ঢাবি শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক গীতি আরা নাসরিন, সামিনা লুৎফা, তানজিম উদ্দিন খান, মোশাহিদা সুলতানা, শিক্ষাবিদ এ এন রাশেদা, ডা. ফজলুর রহমান, আইটি বিশেষজ্ঞ ফিদা হক, প্রকৌশলী ম. এনামুল হক, ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, শিল্পী মাহমুক্ষুদুজ্জামান বাবু ও ডা. শাকিল আকতার। সংবাদ সম্মেলনে আন্দোলনরত মেডিকেলে ভর্তি প্রার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর