শিরোনাম
বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
শিশু রাজন হত্যা

ফের জেরা করা হবে ১১ সাক্ষীকে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজন হত্যা মামলার ১১ সাক্ষীকে পুনরায় জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী। গতকাল মহানগর দায়রা জজ আদালতে আসামি কামরুলের আইনজীবী আলী হায়দারের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জন সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি দেন বিচারক আকবর হোসেন মৃধা। আজ থেকে তাদের জেরা শুরু হবে। রাজনের বাবার নিযুক্তীয় আইনজীবী শওকত চৌধুরী জানান, ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় গতকাল ছিল আসামিপক্ষের পরীক্ষা ও সাফাই  সাক্ষ্যগ্রহণের দিন। বেলা সাড়ে ১১টার দিকে সব আসামিকে কাঠগড়ায় হাজির করা হয়। এ সময় কামরুলের আইনজীবী আলী হায়দার ফৌজদারি কার্যবিধির ৫৪০ ধারা অনুযায়ী ১৫ জন সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করলে কামরুলের আইনজীবী ৪ জন কমিয়ে ১১ জন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন জানান। আদালতের বিচারক কামরুলের আইনজীবীর এ আবেদন মঞ্জুর করেন। আজ বুধবার থেকে ওই ১১ সাক্ষীর পুনরায় জেরা শুরু হবে। এর আগে গত ১৮ অক্টোবর আসামিপক্ষের আইনজীবী সৌদি আরব থেকে নিয়ে আসা মামলার প্রধান আসামি কামরুলের উপস্থিতিতে ৩৬ জন সাক্ষীর পুনরায় সাক্ষ্যগ্রহণের আবেদন জানিয়েছিলেন। আদালত ওই আবেদন নামঞ্জুর করেছিলেন। প্রসঙ্গত, গত ৮ জুন সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করে ফেসবুকে আপলোড করলে সারা দেশে ক্ষোভের সঞ্চার হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর