বুধবার, ২১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জাপান ফেরত পাঠাচ্ছে ৪৮ স্বেচ্ছাসেবীকে

নিরাপত্তায় সন্তোষ তিন রাষ্ট্রদূতের

কূটনৈতিক প্রতিবেদক

রাজধানীর কূটনৈতিক এলাকায় সরকারের নেওয়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধিদলের প্রধান পিয়েরে মায়দু, জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। তবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কর্মরত ৪৮ জন স্বেচ্ছাসেবীকে  চার সপ্তাহের ছুটিতে দেশে ফেরত পাঠাচ্ছে জাপান। জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার এই ৪৮ জনের মধ্যে ৩১ জনকে গতকাল ছুটিতে পাঠানো হয় এবং বাকিদের ছুটি শুরু হবে আজ থেকে। জাইকার এক কর্মকর্তা জানান, রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাকাণ্ডের পর তাদের ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল এবং তারা বসে বসে বিরক্তি বোধ করছিলেন। এ কারণেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা সাময়িক প্রত্যাবর্তন। অন্যদিকে, গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়দু বলেন, গুলশান-বনানীসহ কূটনৈতিক এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিভিন্ন সময় তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এতে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছি। পরে সচিবের সঙ্গে সাক্ষাৎ করা জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনজ বলেন, বর্তমান পরিস্থিতির কারণে তাকে আগের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। প্রকল্প পরিদর্শনে গতকাল চুয়াডাঙ্গা যাওয়া সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল স্থানীয় সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক।

সর্বশেষ খবর