শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শামসুর রাহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

শামসুর রাহমানের জন্মদিন আজ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আজ। ১৯২৯ সালের এদিনে তিনি পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। কবি শামসুর রাহমানের বাবা মুখলেসুর রহমান চৌধুরী, মা আমেনা বেগম। কবি শামসুর রাহমানের পড়াশোনায় হাতেখড়ি ঢাকা শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ পোগোজ স্কুলে। ঢাকা নগরেই তার বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, সুখ-দুঃখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তার কবিতায়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। ৬০টি কাব্যগ্রন্থসহ প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক। পেয়েছেন স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক পুরস্কার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

জন্মদিনের আয়োজন : কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আজ বিকাল ৪টায় বাংলা একাডেমির রবীন্দ্রচত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন কবি সৈয়দ শামসুল হক, কবি-রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

সর্বশেষ খবর