শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডিসেম্বরের আগে হচ্ছে না পে-স্কেল

মানিক মুনতাসির

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আগামী ডিসেম্বরের আগে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন অর্থবিভাগের কর্মকর্তারা। সরকারের পরিকল্পনা ছিল চলতি অক্টোবর থেকেই এটি বাস্তবায়ন করা। কিন্তু মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন সেটি অর্থবিভাগে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২৪ দিনের লম্বা সফর শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদও অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশের বাইরে ছিলেন। তাদের অনুপস্থিতিতেই অর্থবিভাগের কর্মকর্তারা পে-স্কেলের ওপর একটি সারসংক্ষেপ তৈরি করছেন। এটি অনুমোদন দিয়ে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সেখান থেকে ফিরে আসার পর তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এর পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এসব কাজ সম্পন্ন করতে আরও এক মাস সময়ের প্রয়োজন হবে। ফলে ডিসেম্বরের আগে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে জানা গেছে। তবে বাস্তবায়ন যখনই হোক না কেন কার্যকর দেখানো হবে জুলাই-২০১৫ থেকেই।

এদিকে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রায় ২১ লাখ চাকরিজীবীর বেতন বাড়ছে। এমন খবরে ইতিমধ্যেই দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে। মানুষের চাহিদারও পরিবর্তন ঘটতে শুরু করেছে। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে। কেননা সরকারের প্রায় ২১ লাখ চাকরিজীবীর বেতন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর প্রভাবে শাক-সবজি, মাছ, মাংসসহ অন্যান্য সব ধরনের জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে। কোনো কোনো ক্ষেত্রে বাসা ভাড়া বাড়ানোরও ঘোষণা দিয়েছেন বাড়ির মালিকরা। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে। তবে তাদের এই আন্দোলন আমলে নিচ্ছেন না অর্থমন্ত্রী।  সিনিয়র সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যত দ্রুত সম্ভব পে-স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পরই এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু ছোটখাটো কিছু বিষয় আর সংযোজন-বিয়োজনের কিছু কাজ থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে নাগাদ প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা হয়তো এখনই বলা যাবে না। তবে নতুন বছর শুরু হওয়ার আগেই এটি বাস্তবায়ন হবে। আবার নতুন বছরও শুরু হতে পারে নতুন বেতন স্কেল দিয়ে।

 

সর্বশেষ খবর