সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

বকের অভয়াশ্রম মোল্লান গ্রাম

রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

বকের অভয়াশ্রম মোল্লান গ্রাম

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে মোল্লান গ্রাম। যেখানে গড়ে তোলা হয়েছে বক পাখির অভয়াশ্রম। এই আশ্রমের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সারি সারি বক। আকাশে ঝাঁকে ঝাঁকে ডানা মেলে উড়ছে বক। বিচিত্র ঢঙে নেমে আসছে কদম, শিমুল, বাঁশ আর পিঠালির গাছে। আর প্রকৃতিপ্রেমীরা এত বক দেখতে এবং এদের কলতান শুনতে ভিড় করছেন এ গ্রামে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লান গ্রামের ব্যবসায়ী ওহেদুল ইসলামের তত্ত্বাবধানে সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান ও হায়াত আলীর বাড়ির পাশে গড়ে তোলা হয়েছে বক পাখির এই অভয়ারণ্য। ওহেদুল ইসলাম জানান, ৮-৯ বছর আগে হঠাৎ করেই তাদের গ্রামে শামুকখোল প্রজাতির বক পাখির আনাগোনা বাড়তে থাকে। গত ৫ বছরে তার বাড়ির গাছে তারা বাসা বেঁধে বসবাস করছে। গ্রামের মানুষও তাদের আপন করে নিয়েছে। অনেক সময় শহর থেকে অনেক প্রভাবশালী ব্যক্তি বন্দুক নিয়ে এসব বকপাখি শিকারের চেষ্টা করলেও গ্রামবাসীর প্রতিরোধে তারা হার মেনেছেন। তিনি আরও জানান, ৯ বিজিবি ব্যাটালিয়নের বাখের আলী বিজিবি ক্যাম্পের সদস্যরাও বকপাখিগুলো রক্ষায় গ্রামবাসীকে সব ধরনের সহায়তা দিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত সহস্র বকের কলকাকলিতে মুখর থাকে মোল্লান গ্রাম। প্রতিদিন অসংখ্য বকপ্রেমী মানুষ বক দেখতে এখানে আসছেন। জেলার বিশিষ্ট পাখি বিশারদ রবিউল হাসান ডলার জানান, শামুকখোল বক প্রজাতির পাখি যার ইংরেজি নাম ওপেন বিল বা এশিয়ান ওপেন বিল। এই পাখিটি ভারতীয় উপমহাদেশসহ দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়। খাবার ও আবাসস্থলের (মূলত জলাভূমি) সংকটের কারণে এ পাখি ক্রমশ কমে যাচ্ছে। তিনি আরও বলেন, মোল্লান গ্রামের মতো দেশের বিভিন্ন স্থানে অভয়াশ্রম গড়ে তুলতে পারলে এই পাখির সংখ্যা আবারও বৃদ্ধি পেতে পারে এবং এর মাধ্যমে রক্ষা হতে পারে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য।

সর্বশেষ খবর