মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আনন্দে-আতঙ্কে বাড়ি ফিরল সৌরভ

শাহজাদা মিয়া আজাদ, রংপুর ও গৌতমাশীষ গুহ সরকার, গাইবান্ধা

আনন্দে-আতঙ্কে বাড়ি ফিরল সৌরভ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ গতকাল সকালে হাসপাতাল ছেড়েছে। টানা ২৪ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার যেমন আনন্দ ছিল সৌরভের, তেমনি কিছুটা ভয়ও আছে। এমপি লিটনের ক্যাডারদের ভয়ে আতঙ্কিত তার বাবা-মাও। দুপুর পৌনে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মা-বাবার সঙ্গে বাড়ির দিকে রওনা দেয় সৌরভ। অ্যাম্বুলেন্সটি পুলিশের গাড়ি পাহারা দিয়ে নিয়ে যায়। সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া উপলক্ষে রমেক হাসপাতাল পরিচালকের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সৌরভ হাসিমুখে সাংবাদিক ও হাসপাতালের চিকিৎসকদের তাদের বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। সে বলেছে, ‘গরিবের বাড়ি থেকে তারা যেন একবার ঘুরে আসেন’। বাড়ি রওনা হওয়ার আগে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সৌরভ বলে, ‘অনেক দিন পরে বাড়ি যাইতেছি। খুব আনন্দ লাগতেছে। কিন্তু ভয়ও লাগতেছে, এমপি যদি ফির কিছু করি বইসে! এমপি যাতে আর কোনো ঘটনা ঘটপার না পারে, সে জন্য আপনেরা হামার খোঁজখবর নেবেন।’ ছেলে সুস্থ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসপাতালের চিকিৎসক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানান সৌরভের মা সেলিনা বেগম। তিনি বলেন, অনেক দিন পর বাড়ি যাচ্ছেন। তাই তার ভালো লাগছে। তবে বাড়িতে কতটা নিরাপদে থাকবেন, এ নিয়ে তারা একটু চিন্তিত। ছেলে সুস্থ হয়ে স্বাভাবিক চলাফেরা করতে পেরে আনন্দিত বাবা সাজু মিয়াও। ছেলেকে ফুটবল ও খেলনা গাড়ি কিনে দিয়েছেন। তবে আনন্দের চেয়ে আতঙ্ক তার বেশি। তিনি বলেন, ‘এমপি লিটনের লোকজন ভয়ঙ্কর প্রকৃতির। মামলা করার পর থাকি মুঠোফোনে হুমকি দিয়ায় আসতিছে। বাড়ি ফিরলে আমাক বা সৌরভকে অপহরণ করব্যার পারে, বাড়িঘর ভাঙ্গি দিব্যার পারে।’ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, ‘সৌরভ এখন পুরোপুরি সুস্থ। তার চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সব সময় খোঁজ নিয়েছে। বাড়ি যাওয়ার পরও প্রতি সপ্তাহে অথবা ১৫ দিনে একবার তাকে দেখবেন চিকিৎসকরা। এ জন্য তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে। যাতায়াত খরচ আমরাই বহন করব।’ সৌরভের চিকিৎসক রমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান বাবলুকুমার সাহা বলেন, ‘সৌরভ এখন পুরোপুরি সুস্থ। এখন হাঁটতে পারে। আশা করা যায়, দু-তিন মাসের মধ্যে সে আগের মতো দৌড়ঝাঁপ দিতে পারবে। তার পেশিতে গুলির ক্ষত ধীরে ধীরে সেরে যাবে।’ সংবাদ সম্মেলনে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক নুরুন্নবী লাইজু উপস্থিত ছিলেন।

এদিকে সৌরভ বাড়ি পৌঁছার পর বাড়িটির নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে সৌরভের বাড়িতে দুজন চৌকিদারকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ি ও পরিবারের সদস্যদের পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। প্রসঙ্গত, ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ। চাচার সঙ্গে হাঁটতে বেরিয়েছিল সৌরভ। সৌরভের বাম পায়ে একটি ও ডান পায়ে দুটি গুলি লাগে। ওইদিনই তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরদিন সৌরভের বাবা সরকারদলীয় সংসদ সদস্য লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা-চেষ্টা মামলা করেন। ১৪ অক্টোবর রাতে রাজধানী ঢাকার উত্তরায় এক আত্মীয়ের বাড়ি থেকে লিটনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন লিটনকে গাইবান্ধার আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রবিবার লিটনের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। তিনি এখন গাইবান্ধা কারাগারে আছেন।

সর্বশেষ খবর