বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভুয়া বিরোধী দল সরকারের জন্য বোঝা : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দশম জাতীয় সংসদে একটি ‘ভুয়া’ বিরোধী দল সৃষ্টি করা হয়েছে। এই বিরোধী দলই এখন সরকারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় তিনি দশম  জাতীয় সংসদ নিয়ে টিআইবির পর্যবেক্ষণকে ‘কিঞ্চিৎ’ উল্লেখ করে বলেছেন, যখনই টিআইবি সরকারের সমালোচনা করে, তখনই তাদের আয়ের উৎস নিয়ে তদন্ত দাবি করা হয়। সরকারে তো তারাই আছেন তাহলে তদন্ত করছেন না কেন?

টিআইবিকে সমালোচনা করায় সরকারি দলের নেতাদের সমালোচনা করে বিএনপি মুখপাত্র বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল বিতর্কিত। এটা শুধু বিএনপি নয়, নির্বাচনের পরপরই বাংলাদেশের আন্তর্জাতিক মিত্ররাও এমন পর্যবেক্ষণ দিয়েছিলেন। টিআইবি দায়িত্ব নিয়েই সে কথা পুনর্ব্যক্ত করেছে। কিন্তু তারা (সরকারি দলের নেতারা) টিআইবির পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেননি। টিআইবি এ সংসদ নিয়ে সত্য উম্মোচন করায় তাদের ‘বিরোধী দলের এজেন্ট’ পর্যন্ত বলে অসৌজন্যমূলক মন্তব্য করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে এর নিন্দা জানানো হয়। ড. রিপন তার ভাষায় ‘বিতর্কিত নির্বাচনের’ মাধ্যমে গঠিত এই সংসদ ভেঙে দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে সকল বিরোধী দল ও বিশিষ্ট নাগরিক সমাজের সঙ্গে একটি সংলাপ প্রক্রিয়া সূচনা করা উচিত।

সর্বশেষ খবর