শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
যাজক হত্যাচেষ্টা মামলা

জেএমবি কমান্ডার রফিকুল রিমান্ডে

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে খ্রিস্ট ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম ওরফে রাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুর ১টার দিকে পাবনা আমলি আদালত-২-এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, লুক সরকার হত্যা চেষ্টার মূল হোতা জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবকে গতকাল আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি আরও জানান, গ্রেফতারকৃত রাকিবুল ওরফে রাজন ধর্মযাজক লুক সরকার হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী। লুক সরকারকে হত্যার চেষ্টার সময় আত্মরক্ষার্থে তিনি এক ঘাতকের হাতের আঙ্গুলে কামড় দেন। পুলিশ গ্রেফতারকৃত জেএমবি কমান্ডার রাকিবের আঙ্গুলে কামড়ের ক্ষত চিহ্ন শনাক্ত করেছে। এর আগে গত বুধবার দুপুরে রাকিবুলকে সদর উপজেলার টেবুনিয়া মজিদপুর এলাকার নিজ বাড়ি থেকে পরিবারের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল মজিদপুর গ্রামের আবদুল মালেক ওরফে মানিকের ছেলে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে ধর্মীয় দীক্ষা নেওয়ার কথা বলে তিন যুবক তার ভাড়া বাসায় ঢুকে পাবনার ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে ওইদিন রাতে এ ঘটনায় লুক সরকার নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ হেড কোয়ার্টার্সের এলআইসি শাখা ও পাবনা জেলা পুলিশ বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এরই একপর্যায়ে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর