রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এসডিজি অর্জনের বড় চ্যালেঞ্জ অর্থায়ন

পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন শুধু রাষ্ট্রীয় কর্মসূচি নয়, এটি নাগরিক কর্মসূচিও। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজির অর্জনগুলোকে টেকসই করতে এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে অর্র্থায়ন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্য বক্তারা।

গতকাল এসডিজি বাস্তবায়ন নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক সংলাপে পরিকল্পনা মন্ত্রী এ কথা বলেন। ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। পরিকল্পনামন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নের সব ধরনের সক্ষমতা বাংলাদেশের আছে। অনেকে বলেন, শিক্ষা খাতে বরাদ্দ কম। কথাটা ঠিক নয়। শিক্ষা খাতে প্রত্যক্ষভাবে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিচ্ছি। কিন্তু পরোক্ষভাবে শিক্ষা খাতে আরও বরাদ্দ দেওয়া হয়। যেমন প্রতিটি প্রকল্পেই শিক্ষা সংক্রান্ত নানা অঙ্গ প্রকল্প থাকে। স্যার ফজলে হাসান আবেদ বলেন, এসডিজি শুধু রাষ্ট্রীয় নয়, এটি নাগরিক কর্মসূচিও। তাই এর সুবিধা নিশ্চিত করতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি এসডিজি সংক্রান্ত বিষয়গুলো মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন। এতে শিক্ষার্থীরা এসডিজি সম্পর্কে জানতে পারবে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দাতাদের কাছ থেকে আলাদা কোনো প্রতিশ্র“তি না থাকায় অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহে বেশি জোর দিতে হবে। রাজস্ব আহরণ বৃদ্ধি, মুদ্রা পাচার বন্ধ করা, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। ২০৩০ সাল মেয়াদে এসডিজি বাস্তবায়নে সব দেশের প্রয়োজন ৫০০ হাজার কোটি থেকে ৭০০ হাজার কোটি ডলারের বিনিয়োগ। উন্নয়নশীল দেশগুলোতে যে বিনিয়োগ বর্তমানে হচ্ছে তা দ্বিগুণ করতে হবে। বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বর্তমানে রাজস্বের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২ দশমিক ১ শতাংশ। একে ১৮ শতাংশে উন্নীত করতে হবে। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, এসডিজি বাস্তবায়নের মূল বিষয় হচ্ছে সুশাসন। সেই সঙ্গে মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডকে সমন্বয় করা। সাবেক তত্ত¡বধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এসডিজি বাস্তবায়নে সর্বপ্রথমে আমাদের এসডিজির অগ্রাধিকার বিষয়গুলো ঠিক করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নে এগোতে হবে।

সর্বশেষ খবর