রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এমপিও আশ্বাস না নিয়ে ঘরে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন অব্যাহত রেখেছেন। অনশনে অংশগ্রহণকারীদের অন্তত ২০ জনকে গতকাল স্যালাইন লাগানো হয়েছে। গুরুতর আহতাবস্থায় এক শিক্ষিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানিয়েছেন, এমপিওর আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের নিম্র মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, যোগদানের তারিখ থেকে বয়স গণনা করা এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির দাবিতে ২৬ অক্টোবর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেসক্লাবে অনশনের দ্বিতীয় দিনে অন্তত ২০ শিক্ষককে স্যালাইন লাগানো হয়েছে। নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু বাংলাদেশ প্রতিদিনকে জানান, স্যালাইন লাগানো অবস্থায় বরিশালের বানাড়িপাড়াতে সৈয়দকাঠির ইসলামিয়া কলেজের শিক্ষিকা রুমা খানম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। রাত-দিন ২৪ ঘণ্টা অনশন কর্মসূচি চলবে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন শিবলী বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের দাবি জানাতে চাই। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অনশন চলছিল। সারা দেশ থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনে অংশ নিয়েছেন।

সর্বশেষ খবর