বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নূরজাহান বেগম আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক

নূরজাহান বেগম আইসিইউতে

ভারতীয় উপমহাদেশের প্রথম সচিত্র নারী সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হাঁপানি ও মারাত্মক পেটের পীড়ায় গতকাল দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নূরজাহান বেগমের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নূরজাহান বেগম বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। তার চিকিৎসা করছেন ডা. মির্জা নাজিমউদ্দিন।

উপমহাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন, চাঁদপুরের চালিতাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন। বেগম পত্রিকাটি বাংলার প্রথম সচিত্র মহিলা সাপ্তাহিক। ১৯৪৭ সালে এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৫০ সালে ‘বেগম’ চলে আসে ঢাকায়। বেগম-এর প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দীন। প্রথম সম্পাদিকা ছিলেন সুফিয়া কামাল। তবে চার মাস পর থেকেই পত্রিকাটির সম্পাদনা শুরু করেন নাসিরউদ্দীনের সুযোগ্য কন্যা নূরজাহান বেগম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর