শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

পাখির অভয়াশ্রম

নেত্রকোনা প্রতিনিধি

পাখির অভয়াশ্রম

পাখির অভয়াশ্রম তৈরিতে জঙ্গল রক্ষা কার্যক্রম শুরু করেছে কয়েক গ্রামের মানুষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নারী-পুরুষ দল বেঁধে এ কাজে অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য বিলুপ্তির হাত থেকে পাখি রক্ষা করা। ইতিমধ্যেই আমাদের দেশ থেকে দোয়েল, সারস, ঘুঘু ও মাছরাঙার মতো দেশি প্রজাতির অনেক পাখি হারিয়ে যেতে বসেছে। এখনো যেসব দেশি পাখি বিলুপ্ত হয়নি সেগুলো যেন বেঁচে থাকার একটা অবলম্বন পায় এমন উদ্যোগ জরুরি। আর এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের ফলে নেত্রকোনার বারহাট্টায় চারটি জঙ্গলে তৈরি হয়েছে পাখির অভয়ারণ্য। আর এ কাজটি অনায়াসেই করে যাচ্ছে বারহাট্টা উপজেলার গ্রামীণ নর-নারীরা। উপজেলার ৪৪টি গ্রামের ১ হাজার ২৫৭ জন নারী ও ১ হাজার ১৫০ জন পুরুষ মিলে ১০২টি দল গঠনের মধ্য দিয়ে গ্রামীণ উন্নয়নে সংগঠন গড়ে তোলেন। তাদের শুধু পাখির অভয়ারণ্য রক্ষা করাই কাজ নয়, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপও নিয়ে থাকেন। সমাজে পিছিয়ে পড়া এসব নারী-পুরুষের মধ্য থেকে ২৫ জনের একেকটি দল গঠন করা হয়।

এ নিয়ে কথা হয় রামপুর গ্রামের হাসি রানী; দশাল গ্রামের চায়না বেগম, ঊষা রানী; অন্দাদিয়া গ্রামের শুকলা রানী সরকার, অঞ্জনা রানী সরকার, লিজা আক্তার ও মমতা আক্তারের সঙ্গে। তারা বলেন, দারিদ্র্য দূরীকরণ ও সমাজের উন্নয়নে ছোট ছোট অনেক কাজ রয়েছে যেগুলোয় কোনো পুঁজি লাগে না। গ্রামাঞ্চলে অনেক কাজ রয়েছে যা করে সংসার চালানো খুবই সহজ। শুধু প্রয়োজন সেই পথ দেখানোর পথপ্রদর্শক। আর সে কাজটি অনায়াসে করে যাচ্ছে গ্রাম উন্নয়নে পারি নামের একটি বেসরকারি সংগঠন। ১৯৯৮ সাল থেকেই সংগঠনটি গ্রামের মানুষকে সচেতন করার জন্য দল গঠন করে দিয়েছে। উপায় জানিয়ে দিয়েছে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়। সেই সঙ্গে পরিবেশ একটি বড় ভূমিকা রাখতে পারে। তার গুরুত্বও তারা বুঝিয়েছেন।

 


সর্বশেষ খবর