শিরোনাম
শনিবার, ৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অ্যামনেস্টি ধৃষ্টতার সীমা ছাড়িয়েছে

সেক্টর কমান্ডারস ফোরাম

নিজস্ব প্রতিবেদক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেছে। কেননা, তারা মুক্তিযোদ্ধাদের বিচার চেয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিচারের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রচারণার প্রতিবাদে’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। ‘সেক্টর কমান্ডারস্  ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১’ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় আয়োজক সংগঠনের সিনিয়র সহসভাপতি লে. জেনারেল এম হারুন-অর রশীদ, সহসভাপতি সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, আনোয়ার উল আলম শহীদ, সাধারণ সম্পাদক হারুণ হাবীব, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন মানবাধিকারের কথা বলে, তখন তারা কেবল যুদ্ধাপরাধীদের মানুষ মনে করে। ৩০ লাখ শহীদকে তারা মানুষ বলে মনে করে না। যদি মনে করত তবে কেন সেসব বিষয়ে কোনো বিবৃতি নেই? তাদের জন্য কোনো বক্তব্যও দেখতে পাই না। তিনি বলেন, অ্যামনেস্টি তাদের ধৃষ্টতা ছাড়িয়ে গেছে। তারা মুক্তিযোদ্ধাদের বিচার চেয়েছে। সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেলকে বিবৃতি প্রত্যাহারের দাবিতে একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানান হারুণ হাবীব।

‘অ্যামনেস্টির ব্যাখ্যা’ সাকা-মুজাহিদের মুক্তি চাওয়া হয়নি  : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তি দাবি করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২৭ অক্টোবর এ দুই আসামি প্রসঙ্গে দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি কেবল ‘মৃত্যুদণ্ডাদেশ’-এর বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছিল। গতকাল লন্ডনে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে অ্যামনেস্টি। সংবাদ সম্মেলনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফায়েজ বলেন, অ্যামনেস্টি দুই আসামির মুক্তি দাবি করেছে কিংবা মুক্তিবাহিনীর সদস্যদের বিচার দাবি করেছে এমন কথা ওই বিবৃতির কোথাও নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যামনেস্টির বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

ওই বিবৃতি বিকৃতভাবে উপস্থাপন হওয়ায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে অ্যামনেস্টি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সর্বশেষ খবর