শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রথম দিনেই ল্যাপটপ মেলা জমজমাট

নিজস্ব প্রতিবেদক

প্রথম দিনেই ল্যাপটপ মেলা

জমজমাট

ল্যাপটপ মেলা হলেও শুধু ল্যাপটপ নয় মেলায় আরও পাওয়া যাচ্ছে মোবাইল, ট্যাব, মিউজিক সাউন্ড সিস্টেম, এন্টি ভাইরাস, এলইডি টিভিসহ আধুনিক সব ডিভাইস। রাজধানীর  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলার প্রথম দিনেই দর্শক ক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো। তিন দিনব্যাপী এডুমেকার ল্যাপটপ ফেয়ার ২০১৫-এর প্রথম দিনের বিক্রিও মন্দ নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীর মনিপুরীপাড়া থেকে স্কুলপড়–য়া ছেলে হৃদমকে নিয়ে গৃহিণী দিলরুবা খানম ল্যাপটপ মেলায় এসেছিলেন বাচ্চার খেলার জন্য কিডস ট্যাব কিনতে। তিনি জানান, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী হৃদম অবসরে তার মা-বাবার মোবাইলে গেমস খেলতে পছন্দ করে। তিনি মেলা থেকে ছেলের খেলার জন্য একটি ট্যাব কিনতে এসেছেন। মেলায় এবার বাচ্চাদের জন্য ‘কিডস ট্যাব প্লাস’, ‘কিডস ট্যাব ন্যানো’ নামে শিশুদের খেলার উপযোগী আকর্ষণীয় ট্যাব আনা হয়েছে। এতে নানারকম গেইম অ্যাপস ছাড়া ডুয়েল ক্যামেরা, নানারকম শিক্ষণীয় অ্যাপস আছে। ‘এইচটিএস’ নামক একটি প্রতিষ্ঠানের বিক্রেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, বাচ্চাদের খেলার ট্যাব দারুণ জনপ্রিয়। অভিভাবকরা আমাদের কাছে এসে ট্যাবগুলোর খোঁজ করছেন। মেলা উপলক্ষে পণ্য বিক্রয়ে যেসব কোম্পানি ছাড় দিচ্ছে তার মধ্যে ‘এসার’ অন্যতম। তাদের পণ্যে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে। এর সঙ্গে ক্রেতাদের একটি জ্যাকেটও দিচ্ছে এসার। ল্যাপটপ ছাড়া অন্য পণ্যগুলোর মধ্যে তারা এলইডি টিভি, হোম থিয়েটার বিক্রি করছে। এসারের বিক্রয় প্রতিনিধিরা জানান, মেলায় তারা এবার সিক্স জেনারেশন ইনটেল কোর ফ্যামিলি প্রসেসর নিয়ে এসেছেন। ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর