মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

গাঁজার বাগান পাড়াগাঁয়ে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গাঁজার বাগান পাড়াগাঁয়ে

জমি ইজারা নিয়ে বাগান করে গাঁজার চাষ করছিলেন নবির উদ্দিন। সে বাগানে অন্যের প্রবেশে ছিল কড়াকড়ি। তবে তার পরও শেষ রক্ষা হলো না। চারঘাটের অজপাড়াগাঁয়ে গড়ে তোলা এ বাগানে গতকাল অভিযান চালিয়ে আবাদ ধ্বংস করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে নবির উদ্দিনসহ দুজনকে।

 

চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, নবির উদ্দিন তার ভাইয়ের কাছ থেকে জমি ইজারা নিয়ে হাবিবপুরে গাঁজার  বাগান তৈরি করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে সেখানে গাঁজার চাষ করছিলেন। সে গাঁজা বাজারে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজার বাগান ধ্বংস করে দিয়েছে। বাগানের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এরা হলেন বাগান মালিক নবির উদ্দিন (৪৫) ও তার সহযোগী হাবিবপুর গ্রামের ইয়াছিন আলী (৬০)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর