শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা, লুটপাট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। চালানো হয়েছে লুটপাট। জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মধ্যপাড়ার নিখিল সাহার ছেলে সজিত সাহা ছোটনের (৫০) বাড়িতে রাত সাড়ে ৩টার দিকে  ছয়-সাত জন সশস্ত্র ব্যক্তি হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে  প্রবেশ করে। তাদের দেখে ছোটন চিৎকার শুরু করলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রী   স্মৃতি রানী সাহা তাকে বাঁচাতে গেলে ডাকাতরা তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা এবং মুখ বেঁধে ফেলে। পরে সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে ৬০ ভরি সোনা, নগদ সাড়ে ৩ লাখ টাকা, মোবাইল ফোন সেট এবং মূল্যবান কাপড়-চোপড়সহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্মৃতি রানী সাহা জানান, তার স্বামী জীবনগঞ্জ বাজারে রড, সিমেন্ট, টিন ও বন্ধকীর ব্যবসা করতেন। নগদ টাকাসহ ঘরে বন্ধকীর ৪০ ভরি ও তার নিজের ২০ ভরি সোনা ছিল। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকেই তার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) আলাউদ্দিন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর