শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
ঐতিহ্য

বিলীন হতে চলেছে খঞ্জনদীঘি মসজিদ

রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ

বিলীন হতে চলেছে খঞ্জনদীঘি মসজিদ

প্রাচীন গৌড়ের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্তিত্ব সংকটে রয়েছে কারুকার্যময় ১৫ শতকের খঞ্জনদীঘি মসজিদ। এটি অনেকের কাছে খনিয়াদীঘির মসজিদ নামেও পরিচিত। আবার অনেকে একে রাজবিবি মসজিদও বলে থাকেন।

দারুসবাড়ী মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত বল্লাল সেন খননকৃত  বালিয়াদীঘির দক্ষিণ পাড় ঘেঁষে পূর্বদিকে কিছুদূর এগিয়ে গেলেই চোখে পড়বে খঞ্জনদীঘি মসজিদের ধ্বংসাবশেষ। একটি প্রাচীন জলাশয়ের পাশে এটি রয়েছে। আগে মসজিদের আয়তন ছিল ৬ হাজার ২৪২ ফুট। এটি ইমারত বর্গের আকারে তৈরি। বর্গের প্রত্যেক বাহু ২৮ ফুট লম্বা ছিল। মাঝে ছিল একটি গম্বুজ। ইটের তৈরি এই মসজিদের বাইরে দৃষ্টিনন্দন কারুকাজ করা ছিল। জানা গেছে, বহুকাল ধরে মসজিদটি জঙ্গলে ডুবে ছিল। কয়েক দশক আগে ওই এলাকায় জঙ্গল কমে গেলে মসজিদটি মানুষের নজরে পড়ে। কিন্তু এরই মধ্যে এটি প্রায় বিলীনের অবস্থায় চলে এসেছে। বর্তমানে মসজিদটির একটি মাত্র গম্বুজ ও দেয়ালের কিছু অংশ টিকে আছে। এগুলো খুব জীর্ণ আকার ধারণ করেছে। এই মসজিদটি কখন নির্মিত হয়েছিল এবং কে নির্মাণ করেছিলেন- সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে মসজিদ তৈরির নমুনা দেখে পণ্ডিতেরা মনে করেন, ১৫ শতকে নির্মিত হয়েছিল খঞ্জনদীঘির মসজিদ। তারা আরও মনে করেন সংস্কার করা হলে মসজিদটিকে রক্ষা করা সম্ভব। প্রত্নতত্ত্ব বিভাগও এটিকে টিকিয়ে রাখতে চেষ্টা করছে।

সর্বশেষ খবর