রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ধরপাকড় অব্যাহত চলছে অভিযান

প্রতিদিন ডেস্ক

ধরপাকড় অব্যাহত চলছে অভিযান

চট্টগ্রাম ও ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ জন আটক হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রামের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতভর এসব উপজেলায় একযোগে অভিযান চালায় অতিরিক্ত ফোর্সের সমন্বয়ে গঠিত সংশ্লিষ্ট থানার একাধিক টিম। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল বলেন, নাশকতা ও সন্ত্রাস রোধে উপজেলাগুলোতে আমাদের বিশেষ অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের মধ্যে শুক্রবার রাতে ৫৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দণ্ডিত একজনসহ পরোয়ানাভুক্ত আসামি আছে ৪৮ জন। নিয়মিত মামলায় আছে ১০ জন এবং মহানগর অধ্যাদেশে একজন। এ ছাড়া অভিযানে সাতকানিয়া, বাঁশখালী ও হাটহাজারী থেকে ১৪১ লিটার চোলাই মদ, সীতাকুণ্ড থেকে পাঁচশ গ্রাম গাঁজা এবং পটিয়া থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থেকে নিবন্ধনবিহীন দুটি সিএনজি অটোরিকশা এবং ফটিকছড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

ঝিনাইদহ : ঝিনাইদহের ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ বিভিন্ন মামলায় ৪৪ জনকে আটক করেছে। শুক্রবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদরে ১২ জন, হরিণাকুণ্ডু দুজন, শৈলকুপা ১০ জন, কালীগঞ্জ আটজন, কোটচাঁদপুর দুজন ও মহেশপুরে ১০ জন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ জানান, নাশকতা আশঙ্কায় ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয়জন বিএনপি-জামায়াত কর্মী রয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সর্বশেষ খবর