সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
সম্পাদক পরিষদের বিবৃতি

ছাপা পত্রিকার অনলাইন সংস্করণের নিবন্ধন নিষ্প্রয়োজন

ছাপা সংবাদপত্রগুলোরও অনলাইন সংস্করণের নিবন্ধন করতে বলা যুক্তিসঙ্গত নয় বলে মনে করছে সম্পাদক পরিষদ। 

তথ্য অধিদফতর ৯ নভেম্বর থেকে আকস্মিকভাবে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বলে উল্লেখ করে গতকাল সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মাহফুজ আনাম এক বিবৃতিতে বলেন, ছাপা সংবাদপত্রগুলো ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের (ঘোষণা ও নিবন্ধন) অধীনে ইতিমধ্যে নিবন্ধিত। ওই আইনে বর্ণিত সব শর্ত পূরণ করেই সেগুলো ঘোষণাপ্রাপ্ত ও নিবন্ধিত হয়েছে এবং ওই আইনে পরিচালিত হচ্ছে। প্রকাশনা ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের  মতো বাংলাদেশেও ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে। দেশের ভেতর ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক বাঙালি অনলাইন সংস্করণগুলোর মাধ্যমে অতি দ্রুত স্বদেশের খবরা-খবর পাচ্ছেন। এখন, এই প্রতিষ্ঠিত ও পরীক্ষিত ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ তাদের জন্য স্পষ্টতই হয়রানিমূলক।

সম্পাদক পরিষদ মনে করে, ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণকে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন-প্রক্রিয়ার বাইরে রাখা উচিত। এগুলো মূল পত্রিকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছাপাখানা ও প্রকাশনা আইনের আওতায় পরিচালিত হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর