মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

হাওলাদারের হোটেল দেখতে কুয়াকাটায় গেলেন এরশাদ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় পার্র্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আকস্মিকভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সফর করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারযোগে তিনি কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি-রিসোর্টের হ্যালিপ্যাডে অবতরণ করেন। হেলিকপ্টার থেকে নেমে এ বি এম রুহুল আমিন হাওলাদারের মালিকানায় নির্মাণাধীন হোটেল কুয়াকাটা  গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি-রিসোর্ট ঘুরে দেখেন। এরপর তিনি চা-চক্রে মিলিত হন। এ ছাড়া জাপার কলাপাড়া ও কুয়াকাটার নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য ও জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার ব্যবসায়িক পার্টনার সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী সাঈদ আহমেদ। তবে কোনো সংবাদকর্মীর সঙ্গে কথা বলতে তিনি রাজি হননি। পরে কুয়াকাটা সৈকতে কিছুক্ষণের জন্য ঘুরে দেখার পর দুপুর সোয়া ১২টায় তাকে বহনকারী বেসরকারি কোম্পানির হেলিকপ্টারযোগে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ত্যাগ করেন। এ বিষয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা-কর্মীরা জানান, নির্বাচনী কোনো আলোচনা তার সঙ্গে হয়নি। জাতীয় পার্টির কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন বলেন, মূলত এটা তার ব্যক্তিগত সফর ছিল। বরিশালে আসার পর তিনি সেখান থেকে রুহুল আমিন হাওলাদারের হোটেল দেখতে কুয়াকাটায় আসেন।

সর্বশেষ খবর