শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম বিমান হামলা

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযানের অনুমতি দেওয়ার পরপরই সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে ব্রিটিশ বিমান হামলা শুরু হয়েছে। গতকাল সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএএফ আক্রোটিরি’ থেকে কয়েকটি যুদ্ধবিমান সিরিয়ার আইএসের অবস্থানে এ হামলা চালায়। তবে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ কয়টি বিমান এবং কোথায় কোথায় এ হামলা চালানো হয়েছে- তা বলা হয়নি। খবর বিডিনিউজ। এর আগে বিবিসি জানিয়েছিল, ব্রিটিশ পার্লামেন্টে বিমান হামলা অনুমোদিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাইপ্রাসের বিমানঘাঁটি থেকে চারটি যুদ্ধবিমান উড়ে যায়। অবশ্য কিছুক্ষণের মধ্যেই দুটি বিমান ঘাঁটিতে ফিরে আসে। ছেড়ে যাওয়া বিমানগুলো ছাড়াও ঘাঁটিতে আরও চারটি যুদ্ধবিমানকে ‘প্রস্তুত’ রাখা হয়। প্রসঙ্গত, সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর ওপর বিমান হামলা চালাতে গত বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দেওয়া প্রস্তাবের ওপর হাউস অব কমন্সে ১০ ঘণ্টা আলোচনা হয়। এরপর ভোটাভুটিতে হামলার পক্ষে ৩৯৭ জন এমপি অবস্থান নেন। বিপক্ষে ভোট পড়ে ২২৭টি। লেবার পার্টির ৬৬ জন এমপি বিমান হামলার পক্ষে ভোট দিলেও বাকিরা এ অনুমোদনকে ‘মস্তবড় ভুল’ আখ্যা দিয়েছেন। দলের শীর্ষ নেতা করবিন ভোটের আগেই ক্যামেরনের এ যুদ্ধ প্রস্তাব ‘ধোপে টেকে না’ বলে মন্তব্য করে ছিলেন। পার্লামেন্টের তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) ৫৪ জন এমপিও ক্যামেরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। বিমান হামলার প্রস্তাবকে ‘হতাশাজনক’ উল্লেখ করে দলটি বলেছে, এর ফলে ইরাক ও লিবিয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এদিকে বিমান হামলা অনুমোদন করায় পার্লামেন্টের এমপিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘যুক্তরাজ্যকে নিরাপদে রাখতে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’ আইএসের ওপর ব্রিটিশ বিমান হামলা চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া।

সর্বশেষ খবর