শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
কক্সবাজারে হামলা

দুই জামায়াত কর্মী আটক, শিবির নেতাকে পুলিশে সোপর্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ছাত্রলীগ নেতা রাজিবুল হক মোস্তাকের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামীর আরও দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে শহরের হাসপাতাল সড়ক ও চান্দের পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ছাড়া ছাত্রলীগ কর্মীরা সাইফুল ইসলাম নামে এক শিবির নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

আটক জামায়াত কর্মীরা হলেন কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকার মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন (৪০) ও সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ নজরুল (৩৫)। এদিকে শিবির নেতা সাইফুলকে পুলিশে সোপর্দের ব্যাপারে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘আমি জুমার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে দুই শিবির কর্মী অওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন। এ সময় তাদের ধাওয়া করলে স্থানীয়দের সহায়তায় সাইফুলকে আটক করি। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।’ শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম দাবি করেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবের ওপর হামলার ঘটনায় সাইফুল জড়িত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়ক এলাকায় কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম হক মোস্তাককে তুলে নিয়ে ডান পায়ের রগ ও মুখের ডান পাশের ঠোঁট কেটে দেন শিবির কর্মীরা।

সর্বশেষ খবর