রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
কৃষি সংবাদ

হলুদ কমলায় রঙিন বীরগঞ্জ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

হলুদ কমলায় রঙিন বীরগঞ্জ

উত্তর জনপদের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের পর দিনাজপুরের বীরগঞ্জে কমলার আবাদে সাফল্য এসেছে। এবার অনেক জমিতে কমলার আবাদ হয়েছে।

কৃষি বিভাগ বলছে, হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণেই এ এলাকা কমলা চাষের দারুণ উপযোগী। এজন্য দরকার দেশের অন্যান্য অঞ্চলের সফল কমলা চাষিদের সঙ্গে এই এলাকার উদ্যোগী চাষিদের অভিজ্ঞতা বিনিময়সহ হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করা। এ অঞ্চলে কমলার আবাদ বাড়ালে এ ফল আর আমদানি করতে হবে না। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধায়নে সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামতলীতে মনোরঞ্জন রায় (৩৭) বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করেন। তিনি এতে দারুণ ফল পেয়ে সফল কৃষক হিসেবে সবার মডেল হয়েছেন। একইভাবে বীরগঞ্জের কৃষক সফিকুল ইসলামও কমলার চাষ শুরু করেছেন। এছাড়া গতবার বীরগঞ্জের মরিচা গ্রামের কৃষক রজিবল আজম চৌধুরীর একটি গাছে ৭০০ কমলা ধরায় এবার তিনি ৯টি গাছ লাগিয়েছেন।  আরেক কমলা চাষি সফিকুল ইসলাম জানান, ২০০৪ সালে বাড়ির পাশে কমলার চারা লাগান। কোনো যত্ন ছাড়াই গাছটি বড় হয়ে প্রচুর ফল ধরে। পরবর্তীতে এ গাছে ১০০টি কমলা ধরে। তখন আরও কয়েকটি গাছের চারা রোপণ করলে এক-একটি গাছে এখন ১২৫ থেকে ১৩০টি ফল ধরেছে। কোনো খরচ নেই।  গতবছর তিনি ৫০ টাকা করে কমলার হালি বিক্রি করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর