শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সিলেটে আওয়ামী লীগের নয়া কাণ্ডারি ড. মোমেন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে আওয়ামী লীগের নয়া কাণ্ডারি ড. মোমেন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন ড. এ কে আবদুল মোমেন। টানা ছয় বছর ওই পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। তার আরেক পরিচয়, তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই। দেশে ফেরার পর থেকেই ড. মোমেনকে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে আলোচনা চলছে আরও জোরেশোরে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় সেখানে একটি অনুষ্ঠানে ড. মোমেনকে দেশে ফিরিয়ে এনে আরও ‘বড় দায়িত্ব’ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মূলত ওই সময় থেকেই সিলেটে ড. মোমেনকে নিয়ে আলোচনার সূত্রপাত। দেশে ফেরার পর গত ২৮ নভেম্বর প্রথম সিলেটে আসেন ড. মোমেন। ওই সময় তাকে সাড়ম্বরে বরণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতারা। রীতিমতো শোডাউন করে বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান ড. মোমেনকে। ওই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন মন্তব্য করেন, ‘বিদেশে অনেক শ্রম দিয়েছি। এবার দেশ ও মানুষের জন্য কাজ করতে চাই।’ গত সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ফের সিলেটে আসেন ড. মোমেন। এরপর মঙ্গল ও বুধবার জেলা-মহানগর আওয়ামী লীগের কর্মিসভা, সংবাদ সম্মেলন, সদর উপজেলায় বিদ্যুত্ সংযোগের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অর্থমন্ত্রী নিজে ড. মোমেনকে পরিচয় করিয়ে দেন। এমনকি গত মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় উপস্থিত থেকে আওয়ামী লীগের রাজনীতিতে অভিষেক ঘটে ড. মোমেনের। এদিকে বয়স জনিত কারণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন, এমন আলোচনাই রাজনীতির অন্দরমহলে। আগামী নির্বাচনে অর্থমন্ত্রী মুহিত প্রতিদ্বন্দ্বিতা না করলে পরিবর্তে সিলেট-১ আসনে ড. মোমেনকে মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ— এমনটা মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দীর্ঘদিন ধরে সিলেট আওয়ামী লীগের অভিভাবক হিসেবে দিকনির্দেশনা দিয়ে আসছেন। তার অবসরের পর এই দায়িত্ব ড. মোমেনের হাতে থাকার সম্ভাবনা রয়েছে। এমন সম্ভাবনা থেকেই অর্থমন্ত্রী নিজে বিভিন্ন অনুষ্ঠানে ড. মোমেনকে পরিচয় করিয়ে দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার সিলেট ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ড. মোমেনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘মোমেন ২০০১ ও ২০০৯ সালে নির্বাচনে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমার জন্য কাজ করেছে। সিলেটের মাটি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সে এখন সিলেটে কাজ করবে। আপনারা তাকে সহযোগিতা করবেন।’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যে ড. মোমেনই যে সিলেটে আওয়ামী লীগের নতুন কাণ্ডারি হতে যাচ্ছেন, তারই ইঙ্গিত বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

সর্বশেষ খবর