শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভূমি অফিসের দুর্নীতি মনিটরিং করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

ভূমি অফিসের দুর্নীতি মনিটরিং করবে দুদক। এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক গণশুনানি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এ গণশুনানির আয়োজন করে দুদক। দুদক চেয়ারম্যান বলেন, ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসের সঙ্গে সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা অনেক বেশি। তাই প্রাথমিকভাবে ভূমি অফিসের কার্যক্রম মনিটরিং করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার মো. নাসির উদ্দিন, কমিশনের মহাপরিচালক ড. সামসুল আরেফিন, জাইকার উপদেষ্টা হিরোকি ওয়াতানাবে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন প্রমুখ। গণশুনানি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।  মো. বদিউজ্জামান বলেন, পর্যায়ক্রমে সরকারি প্রতিটি বিভাগকে গণশুনানির মাধ্যমে জনগণের মুখোমুখি করা হবে। এ ছাড়া অন্যান্য খাতে ভুক্তভোগীদের কী অবস্থা সে বিষয়টিও পর্যায়ক্রমে দুদক মনিটরিং করবে। গতকালের গণশুনানিতে ভূমি ও সাব-রেজিস্ট্রার অফিসের সেবা গ্রহীতারা অংশ নেন। রাজধানীর তেজগাঁও, গুলশান, সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার ভূমি এবং সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব অফিসের আওতায় দলিল রেজিস্ট্রি, দলিল  লেখা, নামজারি, পর্চা, নকল দলিল তোলাসহ সংশ্লিষ্ট হয়রানিমূলক অভিযোগ তুলে ধরেন ভুক্তিভোগীরা। অনেকেই তাদের জমি-জমা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। ঢাকার জেলা প্রশাসক সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার আশ্বাস দেন। গণশুনানিতে এক পাশে ভুক্তভোগী সেবা গ্রহণকারীরা অবস্থান নেন। আরেক পাশ থেকে ঢাকার গুলশান,  তেজগাঁও ও কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) যথাক্রমে মোসাদ্দেক মেহেদী ইমাম, নাজমা আক্তার ও মো. আসলাম উদ্দিন এবং ঢাকার তেজগাঁও, গুলশান ও সূত্রাপুর সাব-রেজিস্ট্রার যথাক্রমে মো. আকবর আলী, মো. কামাল হোসেন ও সৈয়দ নজরুল ইসলাম ভুক্তভোগীদের প্রশ্নের জবাব দেন। এ সময় দুদক চেয়ারম্যানসহ কমিশনাররা দর্শক সারিতে বসা ছিলেন।

সর্বশেষ খবর