বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
একনেকে পাঁচ প্রকল্প অনুমোদন

রাজধানীবাসী ভূমি সেবা পাবেন একই ছাদের নিচে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীবাসী ভূমিসংক্রান্ত সব প্রশাসনিক সেবা একই ছাদের নিচে পাবেন। ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একটি ভবনে কার্যক্রম পরিচালনা করবে। এ লক্ষ্যে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। সভায় এটিসহ ৭৫৯ কোটি ১২ লাখ টাকার মোট পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমিসংক্রান্ত কার্যালয়গুলো এক ভবনে নিয়ে আসতে ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেজগাঁওয়ে ২০ তলার ভিত্তির ওপর ১৩ তলা এ ভবন নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ভূমি ভবন কমপ্লেক্স প্রকল্পটি রাজধানীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ২০১৮ সালে এ ভবনের নির্মাণ কাজ শেষ হলে জনগণের ভোগান্তি কমে আসবে। এ ছাড়া সরকারের মেগা প্রকল্পসহ উন্নয়নমূলক নানা কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে ‘শো কেসিং বাংলাদেশ’ নামে আরও একটি প্রকল্পের কথা সভায় জানানো হয়। ১৪ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু, পায়রা গভীর সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুেকন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের মতো মেগা প্রকল্পগুলো ডিজিটাল পর্দার মাধ্যমে নগরবাসীর সামনে সম্প্রচার করা হবে। এগুলোসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তৈরি এসব ডিজিটাল পর্দা স্থাপন করা হবে রাজধানীর পাঁচটি জনসমাগম এলাকায়। প্রাথমিকভাবে নির্বাচিত এলাকাগুলো হচ্ছে— সোহরাওয়ার্দী উদ্যান, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট, সংসদ ভবন এলাকার সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) ও এয়ারপোর্ট। পরিকল্পনা কমিশনের নীতিমালা অনুযায়ী ২৫ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প পরিকল্পনামন্ত্রী নিজেই অনুমোদন করতে পারেন। সে অনুযায়ী ‘শো কেসিং বাংলাদেশ’ প্রকল্পটি আগেই অনুমোদন পেলেও গতকাল তা অবহিত করার জন্য একনেক সভায় তোলা হয়। অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো— ১২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প’; ২৩১ কোটি ৬৭ লাখ টাকার ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিপি) তৃতীয় পর্যায়’; ১৭২ কোটি টাকার ‘কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ’ প্রকল্প এবং ৮৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (তৃতীয় পর্যায়) প্রকল্প’।

সর্বশেষ খবর